দ্বিতীয় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেম চালু, কমবে ‘হিউম্যান টাচ’
দেশে ভূমিসেবা আরও সহজ ও জনবান্ধব করতে দ্বিতীয় প্রজন্মের ‘অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১’ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন এই ডিজিটাল ব্যবস্থায় নামজারি থেকে শুরু করে বিভিন্ন সেবা পেতে নাগরিকদের সরাসরি অফিসে যাওয়ার প্রয়োজন হবে কম।